Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/24CizLa42kashd1z89bT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ছেড়েছেন বেশ কিছুদিন আগে। বিজেপিতে গেলেও তৃণমূলের হয়ে প্রচারের অভ্যেস ভুলতে পারেননি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। প্রচারে গিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইলেন যদিও তড়িঘড়ি ভুল শুধরে নিলেন। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে। প্রথমে বলেন, 'পদ্মফুলে ভোট দিন'। দ্বিতীয়বার বলতে গিয়ে বলেন, 'জোড়াফুলে ভোট দিন'। সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বলেন, 'পদ্মফুলে ভোট দিন'। এই নিয়েই শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us