/anm-bengali/media/media_files/1H0630DEZFDXG4wTYkt5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অসুস্থ মাকে গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায়। গ্রেফতার অভিযুক্ত বিজয় পান্না। সূত্রে খবর, মঙ্গলবার বিকালে জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনে একটি শ্রমিক আবাস থেকে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম সাধনি পান্না (৭০)। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি শান্তনু সরকার, বিন্নাগুড়ি ফাঁড়ির ওসি কুশাং টি লেপচা।
সূত্রে খবর, মৃতার ছোট ছেলে সুনীল পান্না সোমবার সপরিবারে একটি বিয়েবাড়িতে যান। এদিন ফিরে এসে বাড়িতে ঢুকতেই তিনি তাঁর মায়ের গলা কাটা দেহ দেখতে পান। গোটা দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন তিনি। দেহের পাশেই পড়েছিল একটি ছুরি। তাঁর চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তখনই এক প্রতিবেশীর কাছে তিনি জানতে পারেন দাদা মাকে খুন করার কথা এক মহিলার কাছে স্বীকার করেছে। এরপর তিনি সোজা দ্বারস্থ হন পুলিশের। দাদার নামে মাকে খুন করার অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মায়ের চিকিৎসার খরচ বহন না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছে বিজয়। ঘটনার তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us