/anm-bengali/media/media_files/2025/07/24/whatsapp-image-2025-07-24-at-184534-2025-07-24-20-05-12.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ! অসুস্থ মাকে মারধর করছে ছেলে বৌমা, যার ভিডিও হল ভাইরাল। ভিডিও প্রকাশ হতেই অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। এই ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে।
এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিয়োরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায়। ওই পাড়ার বাসিন্দা বাবলু পাইন, পেশায় একজন টোটো চালক, বছর ৬৭-র বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। তার চিকিৎসা দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছেলে বৌমার। তাই চলত প্রতিমুহূর্তেই অমানবিক নির্যাতন, গালিগালাজ সহ মৃত্যু কামনা। ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধা মাকে নির্মমভাবে লাথি, কিল, চড়, ঝাঁটা দিয়েই চালাতো মারধর।
/anm-bengali/media/post_attachments/5a8f0891-823.png)
তাঁদের সেই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে সেই বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটে কয়েক দিন আগেই। তারপরেই মারধরের ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতে মৃত্যুর ১৪ দিনের মাথায় গ্রেফতার করা হল অভিযুক্ত ছেলে, ছেলের বৌ ও তার শাশুড়িকে। অভিযুক্তরা হল - পম্পা পাইন, বাবলু পাইন ও শাশুড়ি অঞ্চলি কোলে। আজ দুপুরে দাসপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃতদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us