New Update
/anm-bengali/media/media_files/S78G1yj4Xv1dNRht5Q7C.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোট চলছে রাজ্যে। তার মধ্যেই ব্যালট বক্স নিয়ে প্রাণপণে দৌড় লাগাল এক গুন্ডা। টুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভিডিওটি কোন জায়গার সেই সম্পর্কে জানা যায়নি।
ভিডিওটিতে দেখা যায়, একটি ছেলে বুকের কাছে একটি বাক্স জাপটে ধরে পালাচ্ছে। বাক্সটি কালো কাপড়ে ঢাকা। টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন সুধানিধি বন্দ্যোপাধ্যায়। এমনটা সত্যি ঘটে থাকলে সেই কেন্দ্রের ভোট ব্যাহত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় বন্ধ হয়ে যাবে না তো ভোট?
Some miscreant ran away with the ballot box pic.twitter.com/36YQKNCiR2
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) July 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us