New Update
/anm-bengali/media/media_files/qeBKgF6gugc87MuQwlXm.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গোটা দেশের সঙ্গে মেদিনীপুর জুড়ে রাম বন্দনায় মেতেছেন সাধারণ মানুষ সহ বিজেপি। বিভিন্ন ব্যস্তবহুল মোড়ে মোড়ে চলছিল ফ্লেক্স ছবি টাঙিয়ে রাম বন্দনা। এদিন ধর্মা এলাকায় রাম বন্দনা করতে আসেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বন্দনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সংহতি মিছিল নিয়ে কটাক্ষ করে বলেন, এটা সংহতি না বরং অসংহতি মিছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us