বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে চালু হতে চলেছে সোলার প্যানেল

কোথায় নেওয়া হল এই উদ্যোগ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-10 at 1.58.31 PM

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: ক্রমাগত বাড়তে থাকা বিদ্যুতের বিলের খরচ কমাতে এবার বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে পঞ্চায়েত সমিতি চালানোর উদ্যোগ নিল শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আর তারই অঙ্গ হিসেবে পঞ্চায়েত সমিতির ছাদে বসানো হল সোলার প্যানেল।

সূত্রের খবর, শান্তিপুর বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসের ছাদে সম্প্রতি টেন্ডার করে সৌর বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসানোর কাজ শুরু করে প্রশাসন। ২০২৪-২০২৫ অর্থবর্ষের জন্য বরাদ্দ করা টাকায় পঞ্চায়েত সমিতির ছাদে প্রায় ৪৬ টি সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয় যা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। ওই ৪৬টি সোলার প্যানেল থেকে মোট ২৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে যা দিয়ে একদিকে যেমন গোটা ব্লক অফিসের সমস্ত সরঞ্জাম চালানো সম্ভব হবে, তেমনই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ রোজগার করা হবে। পঞ্চায়েত সমিতির আশা খুব শীঘ্রই এই সৌর বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল বলেন, "আমাদের বহুদিনের আশা অবশেষে পূরণ হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা"। শান্তিপুর পঞ্চায়েত সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার ধ্রুবজ্যোতি দে বলেন , "২০২৪-২০২৫ অর্থবর্ষের বরাদ্দ টাকায় পঞ্চায়েত সমিতির ছাদে প্রায় ৪৬ টি সোলার প্যানেল বসানোর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আশা করা হচ্ছে আগামী ১০ দিনের মধ্যেই চালু করা হবে"।

 

solar1