New Update
/anm-bengali/media/media_files/2025/07/01/whatsapp-image-2025-07-01-2025-07-01-15-05-31.jpeg)
নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকা খুনের ঘটনায় মূল অভিযুক্ত গাওয়াল শেখের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার প্রচুর বোমা। একটি বাগান ও পাটের ক্ষেত থেকে ৩টি ড্রাম ও ২টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার যুবকেরা ওই এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বোমাগুলি দেখতে পয়। এরপর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মজুদ বোমাগুলি ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে। এলাকাবাসীর অভিযোগ, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে এই বোমাগুলি প্রস্তুত করা হয়েছে। যে এলাকা থেকে এই বোমা উদ্ধার হয়েছে সেখানেই এই গাওয়াল শেখ ও তার দলবলের আখরা আছে বলে অভিযোগ এলাকাবাসীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us