ভালোবাসা ও মানবতার মিলন! সামাজিক বার্তা দিয়ে নবদম্পতির বিবাহ অনুষ্ঠান

কি কি বার্তা ছিল এই বিয়েতে?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-03-13 at 11.56.13 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিবাহ অনুষ্ঠানে সামাজিক বার্তা দিয়ে মিলন হলো দুটি হৃদয়ের। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা দুর্গাপদ মাইতির পুত্র সৌরভ মাইতি ও সবং খরপরা গ্রামের প্রদীপ কুমার মল্লিকের একমাত্র কন্যা পায়েলের শুভ বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র প্রেমের মিলন নয়, বরং সামাজিক দায়িত্ব ও মানবতার বার্তা পাঠানো হয়েছে। এই অনুষ্ঠানটি সকাল ১০টায় একটি বিশেষ সামাজিক কর্মসূচির মাধ্যমে সূচিত হয়, যেখানে বর ও কন্যার মিলনের সাথে সাথে অনুষ্ঠানের এক বিশেষ আয়োজন হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয় যাতে অতিথি ও উপস্থিতরা মানবতার সেবা করতে পারেন। পাশাপাশি, অতিথিদের চারাগাছ প্রদান করা হয় যা পৃথিবীকে চির সবুজের বার্তা পৌঁছে দেয়।

 

এছাড়াও এদিন আবাসিক মায়েদের বস্ত্র বিতরণ ও আবাসিক ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান এবং নব দম্পতির বাড়ির সম্মুখে ফুলের চারা লাগিয়ে গৃহ প্রবেশ- এসবই ছিল অনুষ্ঠানের অংশ। এভাবেই সকলের প্রার্থনা যাতে তাদের এই দাম্পত্য জীবন ফুলের মত সুন্দর হয়ে ওঠে এবং সামাজিক সেবার মহিমা উদযাপন করে। বরকর্তা অর্থাৎ পাত্রের পিতা দুর্গাপদ মাইতি বলেন, "এই বিবাহ অনুষ্ঠানে প্রতিটি কর্মসূচি শুধু ব্যক্তিগত আনন্দের উদযাপন নয়, বরং সমাজের দুর্বল ও অনাথদের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রতিজ্ঞা"। একজন প্রবীণ অভিভাবক বললেন, "প্রেম ব্যক্তিগত অনুভূতি নয়, সামাজিক দায়িত্বেরও অংশ। আমাদের এই মিলনের মাধ্যমে সমাজের সেই দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে"।

patro

এই বিশেষ বিবাহ অনুষ্ঠান এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে, যেখানে প্রেম ও সামাজিক বার্তাই সমগ্র সমাজকে একত্রিত করে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সেই বার্তাই দিয়ে গেলেন এই নব দম্পতি।