/anm-bengali/media/media_files/deba2.jpg)
নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যমে বহুল জনপ্রিয় তিনি। মানুষকে তিনি হাসাতেই ভালোবাসেন। কিন্তু এই কঠিন সময়ে এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি করের ঘটনা ও নারী নিরাপত্তার সম্পর্কে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবার্ঘ্য বিশ্বাস বলেছেন, "সবকিছুতেই রাজনীতি থাকবে। এখন যার জন্য এত লড়াই হচ্ছে, সেই দিকেই সকলে মনোযোগ দিলে ভালো হয়। এ লড়াইয়ে কেউ সামিল হচ্ছে কেউ আবার হচ্ছে না। এটা পুরোটাই ব্যক্তির বিশেষে তাদের মানসিকতার উপর নির্ভর করে। যে মনে করবে তার পরিবারে থাকা মা-বোন বা অন্য কোন মহিলা সদস্যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেই কিন্তু নারী নিরাপত্তার আসল মর্মটা বুঝে এই আন্দোলনে যোগ দিতে পারবে।
/anm-bengali/media/media_files/deba3.jpg)
আমার অনেক চেনা পরিচিত মহিলারা বলেছেন, মিছিল থেকে ফেরার সময়, প্রতিবাদ মিছিলে থাকা বা তার বাইরে থাকা বেশ কিছু ছেলেরা তাদের দিকে তাকিয়ে কটূক্তি করেছে। প্রতিবাদে বেশি লোক থাকুক কিংবা কম লোক থাকুক সেটা বিষয় নয়। প্রতিবাদ এমন সকলকে করতে হবে যারা সত্যিই বিচার চায়, যাদের সত্যিই নারীদের প্রতি সম্মান করার মানসিকতা আছে।"
/anm-bengali/media/media_files/deba1.jpg)
রাতের বেলা মেয়েদের ডিউটি করার সম্পর্কে তিনি বলেছেন, " মেয়েরা কেন নাইট ডিউটি করবে না? এমন অনেক কাজের ক্ষেত্র আছে যেখানে মেয়েদের রাত করে বাড়ি ফিরতে হয় কাজ করে। এটার জন্যই তো আমাদের লড়াইটা। যাতে মেয়েরা সমাজে স্বাধীনভাবে বাঁচতে পারে, কাজ করতে পারে। সন্ধে ছ'টা হোক কিংবা রাত দশটা, তারা যেন সঠিকভাবে বাড়ি ফিরতে পারে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us