সুন্দরবনের নদী সাঁতরে বাংলাদেশে, বিএসএফের জালে পাচারকারী

কোথা থেকে পাওয়া গেল তাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-03 at 4.25.41 PM

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: পিঠে গাঁজা নিয়ে সুন্দরবনের নদী সাঁতরে পার হয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে মাঝ নদীতে বিএসএফের জালে বাংলাদেশী গাঁজা পাচারকারী। বসিরহাটের হেমনগর কোস্টাল থানার ঘুমটি এলাকার কালিন্দী নদীর একেবারে মাঝখান থেকে এই পাচারকারীকে পাকড়াও করে বিএসএফ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিন্দী নদীর একদিকে ভারতের ঘুমটি গ্রাম অন্যদিকে বাংলাদেশের শ্যামনগর এলাকা। মঙ্গলবার ভোররাতে বিএসএফের ৭৭ নাম্বার ব্যাটেলিয়নের জওয়ানরা কালিন্দী নদীতে স্পিড বোটে টহল দিচ্ছিল। সেই সময় তারা লক্ষ্য করে এক ব‍্যক্তি পিঠে বস্তা নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। সেই সময় তাকে আটকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৫ কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জেরায় সে স্বীকার করে নেয় এই গাঁজা সে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাঁজাসহ ওই পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতের নাম হাফিজুর মোল্লা। সে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মানিকপুর এলাকার বাসিন্দা। এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে হেমনগর থানার পুলিশ ও বিএসএফ।

WhatsApp Image 2025-09-03 at 4.25.48 PM