/anm-bengali/media/media_files/99Fg8V8TFA0h2V24x5qI.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃযাত্রী বোঝাই ট্রেনটি বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। আচমকাই ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল ট্রেনের মধ্যে। যাত্রীরাই শুধু নন, স্টেশনে উপস্থিত রেলকর্মীদেরও চোখে পড়ে সেই ধোঁয়া। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। এরপরই দ্রুততার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করেন রেল কর্মীরা। কারও কোনও ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ২২৫০২ বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আসামের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। ট্রেনটি মালদহ স্টেশন ছেড়ে এগোনোর পরই একটি এসি থ্রি টায়ার কোচে ধোঁয়া দেখা যায়। এরপরই ট্রেনটিকে মালদহ স্টেশনে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে তৎপরতার সঙ্গে কোচ সরানোর ব্যবস্থা করা হয়। অন্য কোচ লাগিয়ে তবেই ছাড়া হয় ট্রেনটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us