চাকরি বাঁচিয়ে রাখতে ফের আন্দোলনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা

ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিলই। চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনকারীদের কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধমার। উত্তপ্ত ময়দান ও ধর্মতলা চত্বর।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
80717_18_10_2022_19_27_30_1_RECRUITMENTSCAMPROTEST1

ফাইল চিত্র

নিজস্বসংবাদদাতা: ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিলই। চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকারা। আন্দোলনকারীদের কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধমার। উত্তপ্ত ময়দান ও ধর্মতলা চত্বর। এদিন আন্দোলনকারীদের ধাক্কা মেরে, টেনে প্রিজন ভ্যান এবং বাসে তুলল পুলিশ। যদিও আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলন রত শিক্ষক-শিক্ষিকারা।