/anm-bengali/media/media_files/DGsUdByB4SMItdpxvzfo.jpg)
নিজস্ব সংবাদদাতা: থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ। একাধিক বাড়ির ছাদে জমে থাকা পাথর পরিষ্কার করছেন বিএসএফ জওয়ানরা। এখনও রাস্তার মাঝখানে ভাঙা গাড়ি পড়ে রয়েছে। পর পর দোকানে ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে। একাধিক হোটেল ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতি, সামশেরগঞ্জে এখনও সব দোকান বাজার বন্ধ রয়েছে। আরএসএসের কর্মীরা এলাকায় ঢুকে হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভয়ঙ্কর হিংসার ঘটনা দেখে প্রাণভয় এখনও কাঁটা হয়ে রয়েছেন মহিলারা। এই পরিস্থিতিতে কীভাবে প্রাণ বাঁচবেন, সেই প্রশ্ন করছেন তাঁরা। শান্তি চাইছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভয় কাটাতে তাঁদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মীরা। বাড়ির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও হামলার শিকার হয়েছেন অনেকে। গাড়ি, বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বহু মানুষ। ঘটনাস্থলে রয়েছে একাধিক উচ্চপদস্থ আইপিএস অফিসাররা।
/anm-bengali/media/media_files/MgwGEZdRlKjVf4Rs0aIR.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us