Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/P5gyo2pZlkjVvWYP7JGg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে আজ। সেই নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শন করছেন ঘাটালের তৃণমুল প্রার্থী দেব। ৭১ নম্বর বুথ দৌলতচক প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব গিয়েছেন।
/anm-bengali/media/media_files/M3ge5UEL1dUBvdf9fWO0.jpg)
বাইক থেকে নেমে ঘাটাল বিধানসভার ৭১ নম্বর বুথে দেব পৌঁছালে দেবকে ঘিরে সাধারণ মানুষ ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়। ভোটারদের সেলফির আবদার মেটান দেব। পাশাপাশি ওই ভোট কেন্দ্রের সামনে হুইলচেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা বলেন দেব।
ঘাটালের মনসুকা ঝুমি নদী পেরিয়ে দৌলতচক ৭১ নম্বর বুথে যাওয়ার জন্য গাড়ি যাওয়ার সমস্যা হওয়ায়, এক দলীয় কর্মীর বাইকে চড়ে ওই বুথে পৌঁছান দেব।
/anm-bengali/media/media_files/iwyBnAkvPO8AK5LSoR3R.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us