ফের লাইনচ্যুত ট্রেন, চাপা পড়ে গেলেন বহু মানুষ

ফের দেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, এবার কিনা মাল গাড়ির বগি লাইনচ্যুত হয়ে আহত হলেন ৬ জন শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তপসি রেলওয়ে সাইডিং-এ।

author-image
SWETA MITRA
New Update
train.jpg

নিজস্ব প্রতিনিধিঃ মাল গাড়ির বগি লাইনচ্যুত হয়ে আহত হলেন ৬ জন শ্রমিক। তপসি রেলওয়ে সাইডিং-এর ঘটনা। দুপুর ১ঃ১৫ নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্পঞ্জ আয়রন কারখানার কাঁচামাল এসেছিল এই মালগাড়িটিতে। স্থানীয় শ্রমিকরা যখন সেই ৪৩ নম্বর বগি থেকে স্পঞ্জ আয়রনের সামগ্রী গুলো খালি করছিলেন সে সময় ওই ৪৩ নম্বর বগিটি হঠাৎ করে পাল্টি মেরে যায়। সেই সময় প্রচুর সংখ্যক শ্রমিক ওই স্থানে কাজ করছিলেন। প্রায় ছয় জন শ্রমিক চাপা পড়ে যান। শ্রমিকরা তৎপরতার সঙ্গে ওই ছয় জনকে উদ্ধার করে রাণীগঞ্জ বেসরকারি হসপিটালে পাঠিয়ে দেয়। ৬ জনের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর বলে সূত্রের খবর। মধু বাউরী, সেন্টু বাউরী, নকুল বাউরী, অমিত বাউরি সহ আরো দুজন আঘাত পান।