/anm-bengali/media/media_files/jtKBllMm9pWuHOmqoQKU.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার দামোদরের ওপর সেতু নির্মাণ নিয়ে সোজাসুজি রাজ্য সরকারকে নিশানা করলেন অগ্নিমিত্রা পল। তিনি দাবি করেছেন, রাজ্য সরকার কানে আঙ্গুল দিয়ে বসে আছেন।
/anm-bengali/media/post_attachments/7cb663a3-e41.png)
তিনি বলেছেন, "দামোদর পেরিয়ে বহু মানুষ পারাপার করেন বাঁশের নড়বড়ে সেতু পেরিয়ে। আমি বহুবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, আন্দোলন করেছি যে দামোদরের ওপর পাকা সেতু বানাতে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এবং ভবিষ্যতে যাতে কারুর কোন প্রাণহানির আশঙ্কা না থাকে। কিন্তু রাজ্য সরকার কানে আঙ্গুল দিয়ে বসে আছেন"। তার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
দামোদর পেরিয়ে বহু মানুষ পারাপার করেন বাঁশের নড়বড়ে সেতু পেরিয়ে। আমি বহুবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, আন্দোলন করেছি যে দামোদরের ওপর পাকা সেতু বানাতে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এবং ভবিষ্যতে যাতে কারুর কোন প্রাণহানির আশঙ্কা না থাকে। কিন্তু রাজ্য সরকার কানে আঙ্গুল… pic.twitter.com/JMVDMu7TJQ
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)