/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের রায়ে সিতাই বিধানসভা উপনির্বাচনের আগেই অনেকটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগিতা রায়ের মনোনয়নপত্র বাতিলের জন্য হাইকোর্টে করা আবেদন কার্যত খারিজ করে দিল উচ্চ আদালত।
এদিন আদালতের প্রধান বিচারপতি বলেন যেহেতু মামলা মনোনয়নপত্র জমা দেওয়া এবং স্ক্রুটনী পড়ে হয়েছে তাই এই ব্যাপারগুলিতে আদালত কোন পর্যবেক্ষণ করবে না যা পর্যবেক্ষণ করার নির্বাচন কমিশন করবে। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
/anm-bengali/media/media_files/2024/11/11/sangita-roy.png)
আর এদিকে হাইকোর্টে মামলা খারিজ হওয়ার খবর শুনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বলেন, “এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না মাথার উপরে ভগবান রয়েছেন এবং দলীয় কর্মী সমর্থকরা রয়েছে। আগামী ১৩ তারিখে উপনির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করব”।
অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন বলেন, “ওদের জানা নেই মনোনয়নপত্র দাখিল এবং স্ক্রুটনীর পর সেটা আর বাতিল হয় না। ওরা জানে ওরা হারবে তার পরেও এসব করে বেড়াচ্ছে”।
/anm-bengali/media/media_files/2024/11/11/sangita-roy-1.png)
অপরদিকে বাম প্রার্থী অরুণ কুমার বর্মা জানান, এ ব্যাপারে দলের উচ্চ নেতৃত্ব পরবর্তী পদক্ষেপ কি হয় তারা নেবে। এমনকি তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারেও কথা বলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us