Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/SgG3J36hJEmU5SaRuCpl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল সিট। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমার ওরফে লালপ্রসাদ যাদব। এই দু'জন অভিযুক্তকে ঝাড়খণ্ডের রাঁচি থেকে পাকড়াও করা হয়েছে বলে জানা গেছে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয় এবং তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত এই দুই ব্যক্তি খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, এই নিয়ে রাজু ঝা খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল। এর আগে পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডল নামে এক অভিযুক্তকে। রাজু ঝা খুনের ঘটনায় ১৯ দিন পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us