New Update
/anm-bengali/media/media_files/7MdgReQvarPAaNM1s8jz.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির প্রতিবাদী নারী রেখা পাত্র। কোনওরকমে দিন কাটান তিনি। নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা। বাড়ির বেড়ার দেওয়ালের একটা অংশ নেই। শেখ শাহজাহান, শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলা সেই রেখা পাত্র থাকেন এমন একটা বাড়িতেই।
রেখা পাত্রের জা সাগরী পাত্র জানান যে লক্ষ্মীর ভাণ্ডার আগে পেলেও এখন আর পান না। তিনি মনে করেন সন্দেশখালির অত্যাচারের বিরুদ্ধে তারা কথা বলেছিলেন বলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির যুবকরা ভিনরাজ্যে কাজ করেন।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us