পূর্ব মেদিনীপুরে SIR নিয়ে বড় বৈঠক, রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকায় নজর গোটা রাজ্যের

এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-09 at 2.50.31 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আজ কোলাঘাটে বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াকে নিয়ে প্রায় ৫০০ জন আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন নির্বাচন কমিশনার। প্রশাসনিক সূত্রে খবর, প্রথমে সকাল ১১ টা নাগাদ ডিএম, এসডিও, বিডিওদের সাথে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন আধিকারিকেরা। এরপর পূর্ব মেদিনীপুর জেলার ২০০ জন বিএলও, ঝাড়গ্রামের ১৫০ জন বিএলও এবং বাঁকুড়ার ১৫০ জন বিএলও- দের নিয়ে দিনক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নির্বাচন আধিকারিকেরা। একে SIR লাগু হওয়ার আগে বড় বৈঠক হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

diguad

voter list