বৃহস্পতিবারই শেষ দিন, ৩০০ টি SIR ফর্ম জমা পড়েনি

কোন জেলা থেকে এল এই তথ্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 2.54.22 PM

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বৃহস্পতিবারই SIR- এর গণনা পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। ৯৯.৯৯ শতাংশ  ডিজিটাইজেশন এর কাজ শেষ। তবে ৩০০ টি ফর্ম এখনো জমা পড়েনি হুগলি জেলায়, সর্বদলীয় বৈঠকে জানাল জেলা প্রশাসন।

৪ নভেম্বর থেকে এসআইআর- এর ফর্ম বিলি কাজ শুরু হয়েছিল। প্রথমে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীম থাকলেও পরে তা সাত দিন বাড়ায় নির্বাচন কমিশন। সেই সময় শেষ হচ্ছে আজ। এরপর রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক করেন হুগলির অতিরিক্ত জেলাশাসক। জেলা প্রশাসন সূত্রে খবর, ৪৭ লক্ষ  ৭৫ হাজার ৯৯জন ভোটারের মধ্যে ৯৯.৯৯% ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে।  বৈঠক শেষে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে জানানো হয়। যে অল্প কয়েকটি বাকি রয়েছে সেই ফর্মগুলিও যাতে বৃহস্পতিবারের মধ্যে জমা পড়ে যায় সেই দিকেও দেখতে বলা হয়েছে।

WhatsApp Image 2025-12-11 at 2.54.23 PM