পেঁয়াজের খোসার মধ্যে সিম!

টিফিন বক্সে পেঁয়াজের খোসার মধ্যে লুকোনো সিম কার্ড!

author-image
Jaita Chowdhury
New Update
Arrest

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: টিফিন বক্সে পেঁয়াজের খোসার মধ্যে লুকোনো সিম কার্ড! জেলবন্দি স্বামীকে সিম কার্ড দিতে গিয়ে পাকড়াও স্ত্রী। জেলরক্ষীদের হাতে পাকড়াও মাদক মামলায় জেলবন্দির স্ত্রী। কৃষ্ণনগর জেলে ধৃতের কাছ থেকে উদ্ধার ১৩টি সিম কার্ড। জেলবন্দি স্বামীকে মাদক কারবারে সাহায্য় করতে সিম কার্ড দেওয়ার চেষ্টা, অনুমান পুলিশের।

d