কৃত্রিম মিছিল! মুখ্যমন্ত্রী মমতার সভায় যায় না মানুষ! দাবি শুভেন্দুর

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সেই নিয়ে দেশ জুড়ে চলছে জল্পনা। এরইমধ্যে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Probha Rani Das
New Update
suvendu mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃশিলিগুড়িতে পশ্চিমবঙ্গের লোকসভা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের নির্বাচন হওয়ার পর ইন্ডিয়া জোট শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে জোট কোথায়? পাঁচ রাজ্যের নির্বাচনের আগে, রাহুল গান্ধী হোন বা মমতা বন্দ্যোপাধ্যায়,তারা প্রথম যে কথাটি বলেছিলেন যে, এটি একটি সেমিফাইনাল, বিজেপি পরাজিত হবে এবং আমরা প্রধানমন্ত্রী মোদীকে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। দ্বিতীয় যে কথাটি তারা বলেছিল, আমরা যখন আসব, তখন আমরা একটি জাতি গণনা করব। হিন্দুদের বিভক্ত করতে, সনাতনীদের বিভক্ত করতে এবং সংখ্যালঘুদের ভয়ের মধ্যে রাখতে তারা বলেছে, বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ডিটেনশন ক্যাম্পে রাখব, মানুষ এটাও প্রত্যাখ্যান করেছে। মানুষ আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, সবই 'কৃত্রিম মিছিল'

suvendu adhkarii1.jpg

তিনি আরও বলেছেন, “অধীর চৌধুরী তৃণমূলের 'বি টিম'। বহরমপুরবাসী এবার তার জবাব দেবেন। আজ তাঁর মর্যাদা যাই হোক না কেন, প্রধানমন্ত্রী মোদীর কারণে। সংসদে কংগ্রেসের সংখ্যা না থাকলেও প্রধানমন্ত্রী মোদী তাঁদের 'বিরোধীদের' স্বীকৃতি দিয়েছেন। রাজ্য পুলিশ তাঁর সঙ্গে নেই, প্রধানমন্ত্রী মোদী তাঁকে সিআরপিএফ নিরাপত্তা দিয়েছেন, ৪ জুনের পর সব শেষ হয়ে যাবে। 

suvendu adhkarii2.jpg

Add 1