/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-15-pm-2025-07-31-22-27-24.png)
নিজস্ব সংবাদদাতা: গত দুই মাস ধরে চা পাতার দরপতনের ফলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানালেন কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী।
তিনি বলেন "গত দুই মাস ধরে চা পাতা বিক্রি হচ্ছে মাত্র ১৩-১৪ টাকায়, অথচ আমাদের উৎপাদন খরচ ২০ টাকা। এতে ক্ষুদ্র চাষিরা বাঁচতে পারছে না।"
/anm-bengali/media/post_attachments/04f6cec7-e29.png)
চক্রবর্তী আরও বলেন, "আমরা বাণিজ্য ও শিল্প মন্ত্রকের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে একটি স্থিতিশীল ও ন্যায্য মূল্য ঘোষণা করা হোক। ততদিন পর্যন্ত, ১০০% চা নিলামে তুলে এবং প্রাইস শেয়ারিং ফর্মুলা প্রয়োগ করে আমাদের ন্যায্য দাম দেওয়া হোক।"
তিনি অভিযোগ করেন, বর্তমানে বাজারের অনিশ্চয়তা ও দরের বৈষম্য ক্ষুদ্র চাষিদের বেঁচে থাকা কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছে রাজ্যের চা শিল্পের ছোট চাষি মহল।
#WATCH | Siliguri, West Bengal: President of the Confederation of Indian Small Tea Growers Associations, Bijoy Gopal Chakraborty, says, "The small tea farmers in the whole of Bengal are facing a lot of trouble, as for the last two months the tea leaves have been sold for Rs.… https://t.co/gaSIi0U6SLpic.twitter.com/vLrz0f4oRh
— ANI (@ANI) July 31, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us