নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি, ইস্টার্ন বাইপাস সংলগ্ন পৌরসভার ৪১নম্বর ওয়ার্ডের উত্তর একটি আসাল এলাকার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওই গ্যারেজে প্রচুর পরিমাণে কাঠ মজুদ ছিল, যা আগুনের বিস্তার বাড়িয়ে দেয়।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
প্রথমে পার্শ্ববর্তী গ্যারেজের মালিক অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে পান এবং দ্রুত বিষয়টি স্থানীয়দের জানানো হয়। এরপর স্থানীয়রা গ্যারেজের গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। অবশেষে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।
/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় থানার পুলিশ এবং দমকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে, এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকল পুলিশের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।