সিকিমে বৃষ্টির জেরে বিপর্যস্ত পরিস্থিতি, লাচেন-লাচুং যাওয়ার পারমিট বন্ধ

সিকিমে প্রবল বৃষ্টির কারণে বন্ধ সাংকালান ও ফিডংয়ের রাস্তা। পর্যটকদের লাচেন ও লাচুং-এ যাওয়ার অনুমতি দেওয়া বন্ধ করল প্রশাসন।

author-image
Debapriya Sarkar
New Update
ধসের জেরে বিপর্যস্ত সিকিম

নিজস্ব সংবাদদাতা : সিকিমে টানা বৃষ্টির কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা জলস্রোতে বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে পর্যটকদের লাচেন ও লাচুং যাওয়ার পারমিট আপাতত দেওয়া বন্ধ করেছে সিকিম প্রশাসন।

ব্যাপক ভূমিধসের কবলে সিকিম, বাড়িতে থাকার পরামর্শ প্রশাসনের

আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। যাঁরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছে প্রশাসন।