New Update
/anm-bengali/media/post_banners/vtkVFbJESxil6N6B3FAP.jpg)
নিজস্ব সংবাদদাতা : সিকিমে টানা বৃষ্টির কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা জলস্রোতে বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে পর্যটকদের লাচেন ও লাচুং যাওয়ার পারমিট আপাতত দেওয়া বন্ধ করেছে সিকিম প্রশাসন।
/anm-bengali/media/post_banners/xYJNkWaauVebivHHrjbD.jpg)
আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। যাঁরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us