মোদী না এলেও উৎসব থামবে না! মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তা সিকিমবাসীর হয়ে

খারাপ আবহাওয়ায় গ্যাংটক সফর বাতিল হলেও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানালেন সিকিমের মুখ্যমন্ত্রী। ৫০ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর আবেগঘন অনুরোধ—উৎসবের মাঝে অন্তত একবার যেন প্রধানমন্ত্রী আসেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : আজ সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তিনি গ্যাংটকে পৌঁছাতে পারেননি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানালেন সিকিমবাসীর উষ্ণ অভ্যর্থনার কথা।

publive-image

মুখ্যমন্ত্রী বলেন, “আপনি চাইলেও আজ আমাদের মাঝে আসতে পারলেন না, তা সত্ত্বেও সিকিমের মানুষ আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।” তিনি আরও জানান, সিকিমের রাজ্যত্বের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উৎসব একদিনের নয়, বরং এক বছরব্যাপী চলবে।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, “এই উৎসব চলাকালীন অন্তত একবার যদি আপনি আমাদের মাঝে এসে অংশগ্রহণ করেন, তবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব।”

publive-image

সিকিমের এই ঐতিহাসিক পর্বে মোদীর ভিডিও বার্তা ইতিমধ্যেই সিকিমবাসীর কাছে পৌঁছে গেছে, যা রাজ্যবাসীর মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।