New Update
/anm-bengali/media/media_files/UU30bm878NiEOcPOetTm.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ দুপুর থেকে বালিচক স্টেশনে সিগন্যালিং সমস্যা। সিগন্যাল সমস্যার জন্য আটকে গিয়েছে বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন। এমনকি একই লাইনে দুটি ট্রেনকে দাঁড় করিয়ে রাখতে হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনে সিগন্যালিং সিস্টেমের ওয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় সমস্ত ট্রেন দেরীতে চলছে। এই ঘটনার বিষয়ে বালিচক রেল স্টেশনের স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন, "ম্যানুয়েল ভাবে ট্রেন চালাতে হচ্ছে। আপ এবং ডাউন সবক্ষেত্রে ট্রেন টাইমের থেকে দেরীতে চলছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us