প্রথমে মা-বাবাকে খুন ও পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা! এসআই- এর কাণ্ডে অবাক সবাই

কেন এই কাজ করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল সকলে। জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর জয়দীপ চ্যাটার্জি ভোর রাতে নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন ও পরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জয়দীপ ও তার মা–বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করে। তবে তার মা শম্পা চ্যাটার্জি ও বাবা দেবব্রত চ্যাটার্জিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Screenshot 2025-09-04 161239

ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাবা–মাকে নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন জয়দীপ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, জয়দীপের বাড়ি আসানসোলের দোমোহানি গ্রামের বামুনপাড়া এলাকায়। তিনি ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়নের চার্জে নিযুক্ত ছিলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।