৬৮ বছরের পুরোনো শ্যামা কালী মায়ের পুজোর শুভ উদ্বোধন

পুরোনো পুজো ফিরিয়ে আনছে যুবকরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-21 at 2.59.55 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম অঞ্চলের শ্যাম বাগের পুকুর পাড় এলাকায় ৬৮ বছরের শ্যামা কালী মায়ের পুজোর শুভ উদ্বোধন হল।  উপস্থিত  ছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুন কুমার মাইতি, অতনু সিংহ , সুশান্ত খাটুয়া, পুজো কমিটির তরুন সদস্য সমীর সেনাপতি, অনুপম আদক, সঞ্জিব সাঁতার, অমলেস খাটুয়াসহ অন্যান্যরা। বিগতদিনে অনেক ধুমধাম সহকারে পুজো হতো। নাম ছিল "আলোর মেলা"। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষ পুজো দেখতে আসত। সাধু কবিরাজ চক্রধর মাইতি এই বাংলায় ১৩৬৪ সালে শুরু করেছিল মায়ের পুজো। সেই মতো আলোর মেলার সাথে শ্যামা মায়ের পুজো হয়ে আসছিল। সময়ের পরিবর্তনে কিছু কারণে কয়েক বছর পুজো বন্ধ থাকে। সেই পুজো বর্তমান সমাজের যুব সম্প্রদায়ের যুবকরা পুনরায় শুরু করেছে। সাথে চার-পাঁচ গ্রামের সহযোগিতাও রয়েছে। বর্তমান যুবক সমাজের দাবি আগের মতন চন্দনগরের আলোর মেলা করে পুরোনো দিনের পুজো ফিরিয়ে দেবে তারা গ্রামবাসীকে। খুশি এলাকার মানুষজন।  

পুজো উপলক্ষ্যে চলছে ব্যাটমিন্টন টুর্নামেন্ট। প্রায় চার হাজার মানুষকে নরনারায়ণ সেবা দেওয়া হবে।

WhatsApp Image 2025-10-21 at 2.59.55 PM (1)