Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Zm2nzvAohORUAnKq8ZNs.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শ্রীরামপুরের বাঙ্গিহাটি দিল্লি রোডে। জানা গিয়েছে, টোটোকে পিষে দিল লরি। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত টোটো চালক সহ চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম ঋষিকেশ সিং(৪২), লক্ষ্মী সিং(৪০) ও ঋতিকা সিং(১৬)। মৃত্যু হয়েছে টোটো চালক হাসমত আলির। ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত ব্যক্তির নাম নিধি সিং। দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। সামনে দাঁড়িয়ে ছিল আরেকটি লরি। দুটো লরির মাঝে রীতিমতো পিষে গুঁড়িয়ে যায় টোটোটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us