১২টি প্রাথমিক বিদ্যালয়কে শোকজ নোটিশ দিল শিক্ষা দফতর!

তিন দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-15 at 4.08.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা পূর্ব চক্রের অন্তগর্ত ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি স্কুল একসঙ্গে বন্ধ ছিল, কিন্তু স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার দেওয়ার হিসেব দেওয়া হয়েছে। ওই দিন সার্কেলের সমস্ত স্কুল খোলা। কেবল এই ১২ টি স্কুল কেন বন্ধ? এই নিয়েই স্কুলগুলিকে শোকজ নোটিস দিল শিক্ষা দফতর। কেন তারা স্কুল বন্ধ রেখেছিল তার কারন দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে পিংলায়।

এই বিষয়ে ১২টি স্কুলের প্রধান শিক্ষক সহ অনান্য শিক্ষকরা মুখে কুলুপ এঁটেছেন। যদিও এই বিষয়ে পিংলা পূর্ব চক্রের সাব ইন্সপেক্টর সুরজিত সামন্ত জানান এই বিজ্ঞপ্তি ফেক নয়। এই নির্দেশিকা তারা জারি করেছেন। কেন ৪ সেপ্টেম্বর ওঁরা ১২টি স্কুল বন্ধ রেখেছিলেন যেখানে বাকি সমস্ত স্কুলই খোলা ছিল? আর এই স্কুল বন্ধ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 

WhatsApp Image 2025-09-15 at 4.08.33 PM