নিয়ামতপুরে গুলি করে খুন

নিয়ামতপুরের রহমানপাড়ায় গুলিকাণ্ড,সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা, জাবেদ বারির মৃত্যু, এলাকায় চাঞ্চল্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-08-30 at 14.21.02

নিজস্ব প্রতিনিধি: আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের রহমানপাড়া এলাকায় শুক্রবার রাতের গুলিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন জাবেদ বারি নামে এক ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সবচেয়ে বড় খবর, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ফুটেজ উদ্ধার করেছে এবং তার ভিত্তিতে দুষ্কৃতীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশের দাবি, খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরবাইকে করে রহমানপাড়ায় আসে এবং জাবেদ বারির উপর গুলি চালায়। জাবেদ বারি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্লিনিং স্টাফ সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায়, যা সরাসরি জাবেদ বারির মাথায় লাগে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে কুলটির শ্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমে গুলির কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, পুলিশের প্রাথমিক তদন্তে বড়সড় তথ্য উঠে এসেছে। পুলিশের ধারণা, এই ঘটনার নেপথ্যে পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত সম্পত্তি বিবাদ থাকতে পারে। এই ঘটনায় গোটা এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।