শুটআউট- এবার অগ্নিমিত্রা পল ট্যুইট করে জানিয়ে দিলেন- কি বলা হল? এই মুহূর্তের শোরগোল ফেলে দেওয়া খবর

কি বললেন অগ্নিমিত্রা পল?

author-image
Aniket
New Update
agnimitra paul.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার পুলিশের ওপর শুটআউট নিয়ে ট্যুইট করে নিজের মন্তব্য জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন তিনি।

তিনি বলেছেন, "ফের বাংলার পুলিশ আক্রমণের মুখে। দুই জেলায় একই অবস্থা: জলপাইগুড়ি থেকে চোপড়া। দুর্বৃত্তদের ধরতে গিয়ে পুলিশকে টার্গেট করা হয়। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে ‘শুটআউট’ হয়েছে। তারা একটি সন্দেহজনক গাড়ির পেছনে ধাওয়া করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গভীর রাতে টহল দেওয়ার সময় পুলিশ একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়ে ধাওয়া করে। পাল্টা জবাবে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। আইনের রক্ষকদেরও যখন নিরাপত্তা নেই, তখন বাংলার সাধারণ মানুষ রক্ষা পাবে কি করে, মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে, বাংলার আইনশৃঙ্খলা ছুটিতে বলে মনে হচ্ছে"।

Adddd