/anm-bengali/media/media_files/2025/09/27/whatsapp-image-2025-09-27-at-124354-2025-09-27-19-29-08.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাঞ্চল্যকর খুনের ঘটনায় তোলপাড় গোটা বাঁকুড়া। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার সময় বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় লক্ষ্মীকান্ত গোরাই (২৬)-কে। ঘটনার পর মৃতের স্ত্রী অভিযোগ দায়ের করলে পরেরদিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বাঁকুড়া থানায় মামলা নং ২৯০/২৫ হিসাবে এফআইআর রুজু হয়। মামলা দায়ের হয়েছে ১০৩(১) বিএনএস ও ২৫(১এ)/২৭ অস্ত্র আইনে।
পুলিশি তদন্তে ইতিমধ্যেই মামলাটি প্রায় সমাধান হয়ে গিয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে বাঁকুড়া থানার পুলিশ।
গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম - বীরেন কর (২৮), কিরণ রায় ওরফে রাজা (২৫), রামপ্রসাদ কর্মকার ওরফে রাহুল (২০) এবং সুভম সহীষ (২০)। এরা প্রত্যেকে রাজাগ্রাম, কৃষ্ণনগর, গোবিন্দনগর এবং কদমাপাড়ার বাসিন্দা।
/anm-bengali/media/post_attachments/e10ed459-c12.png)
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত মূল প্রমাণ উদ্ধার করা হয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর টানা অভিযান চালিয়ে চারজনকেই গ্রেফতার করা হয়। এরপর তাঁদের বাঁকুড়া জেলা সিজেএম কোর্টে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে।
ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। কেন লক্ষ্মীকান্ত গোরাইকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us