BJP vs TMC! পঞ্চায়েত ভোটের আগে 'রক্তাক্ত' রাজনীতি

যত এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট তত রাজ্যজুড়ে হিংসা বাড়ছে। আর এটা যে রাজনীতির হিংসা সেটা বলাই বাহুল্য। আজও ঘটল এমন এক ঘটনা যে রাজনীতি ঢুকে পড়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp tmc.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই শুটআউট। আজ প্রকাশ্য দিবালোকে দিনহাটায় এক যুবকের বাড়িতে ঢুকে তাঁকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই। জানা গেছে নিহত প্রশান্ত রায় বাসুনিয়া বিজেপি কর্মী। তাঁর বাড়ির কাছেই থাকেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে রাজনীতি। এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব আঙুল তুলেছে তৃণমূলের দিকে। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। পাল্টা তিনি প্ৰশ্ন তুলেছেন যে দিনেদুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই কীভাবে খুনের ঘটনা ঘটে? বিজেপির অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছেন তিনি। এবার প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত ভোটের আগে 'রক্তাক্ত' রাজনীতির শিকার হলেন কি প্রশান্ত?