১০ বছর আগের যাত্রী প্রতিক্ষালয়ে জুতোর দোকান! অভিযোগ এলেই তুলে দেওয়ার নিদান বিধায়কের

এই নিয়েই গুঞ্জন শুরু হয়েছে পিংলা বিধানসভায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-08 at 12.35.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ১০ বছর আগে তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে চলছে জুতোর দোকান। ভাড়া দিয়েই বসেছি, দাবি দোকানদারের। ব্যবহার হয় না, রক্ষনাবেক্ষনের প্রয়োজন, তাই সামান্য টাকায় দেওয়া হয়েছে, যাত্রীরা আবেদন করলেই সাত দিনের মধ্যে খুলে নেওয়া হবে দোকান, দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। অভিযোগ এলে পুলিশ দিয়ে তুলে দেব, নিদান বিধায়ক অজিত মাইতির। 

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পলস্যা গ্রাম পঞ্চায়েতের অধীন বাড়গোকুল এলাকার বাসিন্দা লাল্টু হেমরম সরকারি টাকায় তৈরি হওয়া যাত্রী প্রতিক্ষালয়ে  খুলেছেন জুতোর দোকান। এর জন্য পঞ্চায়েত সমিতি তার কাছে থেকে বছর চুক্তি হিসেবে ৬ হাজা টাকা নিয়েছে। তার রসিদও দেওয়া হয়েছে। ১০ বছর আগে পঞ্চায়েত সমিতি থেকে ওই যাত্রী প্রতিক্ষালয় তৈরি হয়েছিল যাত্রীদের বসার জন্য। কিন্তু সেখানে কেউ বসে না বলে এই দাবী তুলে খড়গপুর ২ পঞ্চায়েত সমিতি লাল্টু হেমরমকে জুতোর দোকানের লিজ দিয়েছে। তার বিনিময়ে ৬ হাজার টাকা নিয়েছে পঞ্চায়েত সমিতি, স্বীকারও করেছেন লাল্টু হেমরম। 

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বলেন, "ওই যাত্রী প্রতিক্ষালয়ে কেউ বসে না। নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রক্ষনাবেক্ষনের জন্য সামান্য টাকায় এক জনকে দেওয়া হয়েছে। যেদিন যাত্রীরা আবেদন করবে তার ৭ দিনের মধ্যে দোকান সরিয়ে দেব। যাত্রীরা তাদের প্রতিক্ষালয় ব্যবহার করতে পারবে"। 

অপরদিকে এ বিষয়ে পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি দাবি করেন, "আমার কাছে এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। যদি আসে পুলিশ দিয়ে ওই দোকান তুলে দেব। এই ভাবে প্রতিক্ষালয় ভাড়ায় দেওয়া যায় না"।

WhatsApp Image 2025-12-08 at 12.36.04 PM