BREAKING : জম্মুতে মিসাইল আক্রমণের চেষ্টা পাকিস্তানের ! ভারতের এয়ার ডিফেন্সের সামনে টিকতেই পারলো না পাকিস্তান
ভারতের আকাশে হামলা পাকিস্তানের, মিললো প্রমাণ
BREAKING : জম্মু-কাশ্মীর জুড়ে তীব্র সাইরেন ! পাকিস্তানের ড্রোন আক্রমণ ভেস্তে দিল ভারতীয় সেনা
অপারেশন সিঁদুরের সাফল্য,লাড্ডু বিতরণ করলেন বিজেপি সভাপতি
BREAKING : শুধু আল্লাহ বাঁচাতে পারে পাকিস্তানকে ! ভারতের ভয়ে কেঁদেই ফেললেন পাকিস্তানী নেতা
"আগামীদিনে সেনা আরো বেশি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদকে ধ্বংস করবে"- আশায় আগ্রাবাসী
আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের বড় সাফল্য! পাকিস্তানি অনুপ্রবেশকারীর খেল খতম
‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা পাকিস্তানের প্রথা হতে পারে, তবে তা বিশ্বের জন্যে অর্থবহুল’: বিক্রম মিস্রি
BREAKING : সন্ত্রাসবাদের বদলা নিয়েছে দেশ ! বড় মন্তব্য করলেন হরিয়ানার মন্ত্রী গৌরব গৌতম

ভুক্তভোগীকে দোষারোপ- মুখ্যমন্ত্রী ও তাঁর উপদেষ্টাকে যেতে হবে! বিস্ফোরক বিজেপি নেতা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Probha Rani Das
New Update
shehzad poonawala.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তাঁর নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন- যেখানেই সম্ভব মহিলাদের জন্য নাইট ডিউটি এড়িয়ে চলুন।‘

shehzad poonawalaaq.jpg

এই কি আপনার জবাব? ধর্ষকদের নয়, নারীর শাস্তি দেওয়ার জন্য?  ধর্ষক ও ভাঙচুরকারীদের নয়, নারীকে নিবৃত্ত করতে এই বক্তব্য গভীরভাবে পশ্চাদমুখী, নারীবিদ্বেষী, নারী অধিকারকে ক্ষুণ্ন করে।

এই মুখ্যমন্ত্রী ও তাঁর উপদেষ্টাকে যেতে হবে। এখন।

ভুক্তভোগীকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি দায়ী। প্রমাণ লোপাট করেছেন। তুমি এটা হতে দাও। নারীদের নয়, সীমাবদ্ধ থাকতে হবে।”