"নিজস্ব সংবাদদাতা: আসানসোলের মানুষ সেই তৃণমূলকেই ভরসা করলেন। ২০১৯ এ বিজেপিকে জয় এনে দিলেও এবার তৃণমূলের হাত ধরল আসানসোল। জয় পেলেন শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজারের বেশি ভোটে জয় পেতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। SHATRUGHAN PRASAD SINHA | shatrughan sinha | TMC | BJP | Asansol "