লোকসভা ভোটে প্রার্থী শত্রুঘ্ন সিনহা! শুরু তোড়জোড়

লোকসভা ভোটে প্রার্থী করা হচ্ছে এবার শত্রুঘ্ন সিনহাকে। শুরু হয়ে গেল তার তোড়জোড়।

New Update
WhatsApp Image 2024-02-07 at 5.22.12 PM

হরি ঘোষ, অন্ডাল: আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিল যুব তৃণমূল কর্মীরা। বুধবার দেওয়াল লিখন করা হয় দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকাতে। উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ কলকাতায় ধর্না মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে ফের শত্রুঘ্ন সিনহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ভোট নিয়ে প্রার্থীর সমর্থনে পরের দিন থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রে শাসক দলের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন জায়গায় দেওয়াল বুকিং এর কাজ শুরু করে দেয় তৃণমূল কর্মীরা। এ ব্যাপারে শাসকদলের অন্যান্য সংগঠনগুলির থেকে এগিয়ে রয়েছে যুব তৃণমূল।

শনিবার থেকে অন্ডাল ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়াল বুকিং করতে দেখা যায় যুব তৃণমূল কর্মীদের। আজ বুধবার থেকে শুরু হয় বুকিং করা দেওয়ালে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখনের কাজ। এদিন দেওয়াল লিখন করা হয় দক্ষিণখন্ড পঞ্চায়েত এলাকাতে। রঙ-তুলি হাতে এদিন দেওয়াল লিখতে দেখা যায় যুব তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি পাপ্পু কুণ্ডু ও প্রাক্তন জেলা যুব সভাপতি কৌশিক মন্ডলকেও। পাপ্পু কুণ্ডু জানান যে প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল কর্মীরা প্রস্তুত ছিল, তাই প্রার্থীর নাম ঘোষণার পর সময় নষ্ট না করে যুবকর্মীরা প্রচারের কাজে নেমে পড়েছে। আজ দক্ষিণখন্ড এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হল। আগামীকাল থেকে ব্লকের অন্যান্য অঞ্চলগুলিতেও দেওয়াল লিখন শুরু হবে বলে জানান তিনি।