New Update
/anm-bengali/media/media_files/6DNAb6FC1G33w4MwNuN1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তাজপুরে (Tajpur) বন্দর নির্মাণ নিয়ে এবার বড় দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। ফের একবার তিনি টেনে আনলেন আদানিকে। আজ তিনি বলেন, ‘তাজপুর বন্দর নিয়ে আদানির সঙ্গে আলোচনা চলছে। বিরোধীরা কিছু না জেনে কথা বলছে। কেন্দ্রের কাছে এই বন্দর তৈরি করা নিয়ে অনুমোদন চাওয়া হয়েছিল। যদিও কেন্দ্র কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। আর সেই নিয়ে রাজ্য ও আদানির মধ্যে কথা চলছে।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us