/anm-bengali/media/media_files/2025/10/26/whatsapp-image-2025-10-26-at-191030-2025-10-26-21-17-12.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ছিনতাই কাণ্ডে বড় সাফল্য পেল শান্তিনিকেতন থানা। মাত্র তিন দিনের মধ্যেই লাভপুর থেকে তিন দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে জসিমউদ্দিন শেখ, তাজমল শেখ ওরফে মাখা, এবং দীপন শেখ। তিনজনেরই বাড়ি লাভপুরে।
ভয়াবহ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল দীপাবলি-শ্যামাপুজোর রাতে। ওইদিন সন্ধ্যায় কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে ফিরছিলেন শান্তিনিকেতনের গুরুপল্লীর গৃহবধূ মুনমুন পাল। এমন সময় অপর দিক থেকে আসা একটি বাইকে তিন অভিযুক্ত চলন্ত অবস্থায় মুনমুনের ব্যাগটি ছিনিয়ে নেন। মুনমুন সেই সময় বাইকে চলন্ত অবস্থায় ছিলেন। ব্যাগ ছিনিয়ে নেওয়ার ফলে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যান ও গুরুতর আহত হন। তার পড়ে যাওয়ার সুযোগে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তিন দুষ্কৃতী।
জখম অবস্থায় থানায় অভিযোগ জানান মুনমুন পাল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মাত্র তিন দিনের মধ্যেই লাভপুর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এর আগেও বহুবার ওই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এরজন্য আগেও গ্রেপ্তার হয়েছে। কিন্তু জেল থেকে ছাড়া পেতেই ফের বেশ কিছুদিন ধরেই অপরাধ সংগঠিত করছিল।
/anm-bengali/media/post_attachments/19a1c1a0-781.png)
শনিবার অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, অভিযুক্তদের সনাক্তকরণের জন্য টিআই প্যারেড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি মুনমুন পাল ও তাঁর পরিবার। তাঁরা পুলিশের ভূমিকার প্রশংসা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us