New Update
/anm-bengali/media/media_files/2024/12/10/qajfk4tm9ytkfnFBJj3k.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের বিয়ের গিফট কিনতে গিয়ে দোকানেই অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। বর্তমানে তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিসাধীন।
/anm-bengali/media/post_attachments/fab28ccc-d50.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ দুপুরে হঠাৎ করেই ডেবরা বাজারের একটি দোকানে মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি।তৎক্ষণাৎ এলাকার দোকানদাররা তাকে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।
/anm-bengali/media/post_attachments/d53086cb-47e.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us