/anm-bengali/media/media_files/PFnoHVT24Pm92rs3a1Sq.jpg)
নিজস্ব সংবাদদাতা : গাইঘাটায় নিহত বিজেপি সমর্থকের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । তারপরই এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেন তিনি। তার দাবি অনুযায়ী, ''যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতে পুলিশের কোনো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেই, উপরন্তু তৃণমূল পার্টির যাদের মদতে এই খুন সংগঠিত হয়েছে তাদের বাড়ি পুলিশ ঘিরে রেখেছে।সত্যি আজব পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এই পুলিশ প্রশাসন।'' নিহত বিজেপি সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শান্তনু দাবি করেন, দোষীদের শাস্তির।
প্রসঙ্গত, গাইঘাটায় প্রতিবাদ করায় বিজেপির সমর্থক এক প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিহতদের বাড়িতে গেলেন সাংসদ। তাকে দেখে স্বজন হারানোর কান্নার রোল গ্রামে।
সত্যি আজব পশ্চিমবঙ্গের তৃনমুল সরকারের এই পুলিশ প্রশাসন❗
— Shantanu Thakur (@Shantanu_bjp) September 29, 2023
আজ সেই পরিবারের সদস্য এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেছি। সাংসদ হিসেবে তাদের পাশে আছি, এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাই।@BJP4Bengal
2/2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us