পাঁচ মাস...তৃণমূলের সরকারের সময় বেঁধে দিলেন শান্তনু ঠাকুর

ডিসেম্বর ডেডলাইন এর আগে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষসহ অনেকের মুখে। এবার আবার সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শান্তনু ঠাকুর।

New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবারের পঞ্চায়েত নির্বাচনে নিজের গড়েই হয় ভরাডুবি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গড়ে পরাজয় মেনে নিতে পারেননি। বরং এখন এলাকায় হেও করা হচ্ছে তাঁকে। এবার প্রকাশ্যে রেগে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের পতনের ডেডলাইন ঘোষণা করে দিলেন তিনি। এর আগে দলের সহকর্মীরা এমন ডেডলাইন ঘোষণা করে বিপাকে পড়েন। এবার তিনিও একই কাজ করলেন। তিনি হলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে পঞ্চায়েত নির্বাচনে সর্বত্র সবুজ ঝড় দেখা গিয়েছে। মতুয়া ভোট বিভক্ত হয়ে পড়ায় রেগে গিয়ে শান্তনু ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, 'আগামী পাঁচ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে'।

এছাড়াও শান্তনু বলেন, 'বাংলায় শাসকদল যেভাবে পঞ্চায়েত নির্বাচন করিয়েছে তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ বেশি ভোট পেত। এদের ভাবনা এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসের মধ্যেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে'।