বিজেপিতে গেলেই বন্ধ তদন্ত!

'ইডি-সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে', বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন।

author-image
Pallabi Sanyal
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
বিজেপিতে গেলেই বন্ধ তদন্ত!

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : 'ইডি-সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে', বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। বৃহস্পতিবার  বাঁকুড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।   ডাঃ শান্তনু সেন নিজের বক্তব্যের সমর্থনে কথা বলতে গিয়ে বলেন, ''নারায়ণ রানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল, ইডি তদন্ত করছিল। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিলেন ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই সেই তদন্ত বন্ধ গেল। এমনকি হেমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও তাই, বিজেপিতে যোগ দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব তদন্ত বন্ধ। সিবিআই-র এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না কেন্দ্রীয় এজেন্সি। এই অবস্থায় ইডি-সিবিআই এর স্বচ্ছতা আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।'