তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শঙ্কর ঘোষের

তুলনা করলেন তালিবানি শাসনের সঙ্গে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুর রহিম বকশির বিতর্কিত মন্তব্য ঘিরে সরব হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “ওরা আদৌ বিধায়ক নাকি অপরাধী, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আপনি সহজেই বুঝতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই রাজ্য চালান, যখন তাঁর দলের এক বিধায়ক বিজেপি বিধায়কদের উপর অ্যাসিড ঢালার হুমকি দেন।”

শঙ্কর ঘোষ আরও অভিযোগ করেন, “পুরো পশ্চিমবঙ্গেই আজ তৃণমূলের দৌরাত্ম্য চলছে, যা তালিবান শাসনের সঙ্গে তুলনা করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণ রাজনীতি আর পেশিশক্তির মাধ্যমে এ রকম এক শাসনব্যবস্থা কায়েম করতে চাইছেন।”

তিনি দাবি করেন, তৃণমূলের একাধিক বিধায়ক নিয়মিতভাবে বিজেপি বিধায়কদের প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন। তবে এসব হুমকি তাঁকে বা বিজেপিকে মানুষের জন্য কাজ করা থেকে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো থেকে বিরত করতে পারবে না।