নাগরাকাটায় গিয়ে আক্রান্ত শঙ্কর ঘোষ-খগেন মুর্মু, পরিস্থিতি বেসামাল

প্রাণভয়ে দৌড়ে পালানোর মতো পরিস্থিতি তৈরি হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার হামলার মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নাগরাকাটায় তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা দুষ্কৃতী হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংসদ খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাঁদের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি।

শঙ্কর ঘোষ অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গাড়ির কাচ ভেঙে গিয়েছে। বাটাম দিয়ে আঘাত করা হয়েছে। খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন”।

ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রক্তে ভিজে গিয়েছে সাংসদের পোশাক, ভেঙে গিয়েছে গাড়ির কাচ। অভিযোগ, আক্রান্ত অবস্থায় কোনওভাবে এলাকা ছেড়ে বেরোতে চাইলে পিছন দিক থেকেও তাঁদের উপর হামলা চালানো হয়। প্রাণভয়ে দৌড়ে পালানোর মতো পরিস্থিতি তৈরি হয়।

এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনার গুরুত্ব খারিজ করে দিয়ে বলেন, “আমি কিছু শুনিনি, জানা নেই। কে বলল এটা তৃণমূল করছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে”।

এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ভয়াবহ বিপর্যয়ের সময় দলমত নির্বিশেষে সবার একসঙ্গে দাঁড়ানোর কথা। অথচ এই সময়ে তৃণমূল রাজনৈতিক হামলা চালাচ্ছে। সাংসদের উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে, এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়”।

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষও যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, নাগরাকাটার এই ঘটনাই তা প্রমাণ করে দিল।