SFI-TMCP সংঘর্ষ, উত্তপ্ত কলেজ, আহত ১৫

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত বর্ধমানের বিবেকানন্দ কলেজ চত্বর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
m,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির (TMCP) মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ঘটনার ফলে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের বিবেকানন্দ কলেজ চত্বর। বাঁশ, রড, লাঠি নিয়ে এক সংগঠনের কর্মীদের বিরুদ্ধে আর এক সংগঠনের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনার ফলে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। 

SFI এর অভিযোগ, বিবেকানন্দ কলেজের গেটের সামনে সংগঠনের জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীকে আটকায় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য তাঁকে বাঁশ, রড দিয়ে বেধড়ক মারতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসএফআইয়ের আরও বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, তাঁদের উপরেও চড়াও হয় টিএমসিপির লোকজন। যদিও এসএফআইয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। তাঁদের অভিযোগের তির আবার এসএফআইয়ের দিকে।