ফের তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ শতাধিকের

২৪ ঘণ্টার মধ্যে জেলায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে ১০০ জনের বেশি যোগ দিলেন বিজেপিতে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম,নব

নিজস্ব সংবাদদাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে জেলায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে ১০০ জনের বেশি যোগ দিলেন বিজেপিতে। সোমবার বিকেলে একটি অনুষ্ঠানে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও তপনের বিধায়ক বুধরাই টুডু। বিজেপির জেলা সভাপতির দাবি, তাঁদের দলে যোগদানকারীরা অভিষেকের সভায় যেতে চান না। তাই গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের দল থেকে কেউ বিজেপিতে যোগ দেননি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত দলবদলের রাজনীতি চলছে দক্ষিণ দিনাজপুরে। সোমবার বিকেলে কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের শিকারপুরে বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেখানে সিপিআইএমের প্রাক্তন উপপ্রধান বৈজন্তী রায়-সহ আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের ৩০টি পরিবারের ১০০-র বেশি তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মঙ্গলবার জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।